সাম্প্রতি কলকাতা ইউনিভার্সিটির (calcutta-university) জানায় প্রতিটি ছাত্রছাত্রি কে পাস করিয়ে দেওয়া হবে। কিন্তু তাদের ফ্রম পূরণ থাকতে হবে। 1st,2nd এবং ইয়ারের ফ্রম পূরণের নোটিফিকেশান পূর্বেই কলকাতা ইউনিভার্সিটির জারি করেছিল।
কিন্তু শুধু 2nd and 3rd ইয়ারের ফ্রম পূরণ করতে পারে কলকাতা ইউনিভার্সিটির ছাত্রছাত্রিরা।1st ইয়ার এর নোটিফিকেশান থাকলেও কলকাতা ইউনিভার্সিটির পোর্টাল বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রিরা ফ্রম পূরণ করতে পারেনি।
আপনি কিপাস হবেন না!
সুত্রের খবর কলকাতা ইউনিভার্সিটির রোল নম্বর থাকা বাধ্যতামূলক নাম্বার পাওয়ার জন্য। তাই কলকাতা ইউনিভার্সিটি খুব শীঘ্রই নতুন করে ফ্রম পূরণের নোটিফিকেশান জারি করতে চলেছে, ছাত্রছাত্রির সুবিধার জন্য।
এবার যদি ফ্রম পূরণ করতে না পারেন, তাহলে আপনি পাস করতে পারবেনা। এবং আপনি এই সুযোগ হারাবেন।কলকাতা ইউনিভার্সিটির ফ্রম পূরণ করতে পারেননি !
কিভাবে জানবেন ফ্রম পূরণের তারিখ
এর জন্য University of Calcutta এর ওয়েবসাইট এ নজর রাখতে হবে। যেকোনো সময় আপডেট দিতে পারে কলকাতা ইউনিভার্সিটি সুত্রের খবর।