পরীক্ষা হবেই, কিন্তু নতুন করে অভ্যন্তরীণ মূল্যায়ন নেওয়া হবে না জানাল কলকাতা বিশ্ববিদ্যালয় (calcutta-university)। পূর্বেই সরকারি তরফে সিদ্ধান্ত হয় পরীক্ষা নেওয়া হবেনা, কিন্তু কিভাবে স্নাতক উত্তীর্ণ হবেন পরীক্ষার্থিরা তার উত্তর খুঁজতেই ২২ জুলাই ভিডিও কনফারেন্সে সিন্ডিকেট বৈঠক হয়। সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত নেয় কলকাতা বিশ্ববিদ্যালয় কোন আভন্তরিন পরিক্ষা হবেনা।
কিভাবে দেওয়া হবে পরীক্ষার নম্বর জানালো কলকাতা বিশ্ববিদ্যালয়
স্নাতকের বিএ-বিএসসি-তে ৮০ শতাংশ বিগত পরীক্ষার সর্বোচ্চ নম্বর থেকে নেওয়া হবে, আর বাকি ২০ শতাংশ কলেজ টেস্টের সর্বোচ্চ নম্বর থেকে নেওয়া হবে।
যেহেতু বি কমে সেমিস্টার চালু আছে, তাই বি কমে ৮০ শতাংশ বিগত সিমেস্টারের সর্বোচ্চ নম্বর থেকে নেওয়া হবে। আর বাকি ২০ শতাংশ নম্বর কিভাবে দেওয়া হবে তা সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে বিভাগীয় কমিটি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৪৮ টি কলেজ আছে, অর্থাৎ কয়েক লক্ষ ছাত্রছাত্রি। নতুন করে মূল্যায়নের সুযোগ নেই। এবং সবার কাছে সবার অনলাইন পরিষেবা নেই। তাই অনলাইনেও পরীক্ষা সম্ভব নয়, ব্যাখ্যা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।
আরও পড়ুন : কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক,ধন্দে ছাত্রছাত্রীরা