News
Trending

কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক

কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক

ইউজিসি-র পর এবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানায় ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষা দিতেই হবে।বিজ্ঞপ্তি প্রকাশ করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক, সেখানে Prof. Rajnish Jain জানায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে পরীক্ষা কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিকে। ‘পরীক্ষা, মূল্যায়ন ও ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষাকর্মীদের ক্যাম্পাসে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

গতকালই ইউজিসি বিজ্ঞপ্তি জারি করে জানায়, কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা নেওয়া যেতে পারে সেপ্টেম্বরের শেষে জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।  ইতিমধ্যেই কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিবকে চিঠি দিয়ে পরীক্ষার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।  

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও ইউজিসির গাইডলাইন মেনে পরীক্ষা

এর সাথে ইউজিসি-র বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও ইউজিসির গাইডলাইন মেনে পরীক্ষা নিতে হবে। অনলাইন-অফলাইন দুটি পদ্ধতিকেই  ব্যাবহার করা যেতে পারে।কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক,ধন্দে ছাত্রছাত্রীরা

অন্য দিকে করোনার কারণে পরীক্ষা না নেওয়ার পরামর্শ আগেই দিয়েছে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলিকে।

করোনা আক্রান্ত হলে তার দায় কে নেবে

সেক্ষেত্রে কী হবে, তা নিয়ে ধন্দ আছে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা প্রশ্নও তুলছেন, তারা পরীক্ষা দিতে গিয়ে করোনা আক্রান্ত হলে তার দায় কে নেবে ?

আরও পড়ুন : কিভাবে জানবেন ফ্রম পূরণের তারিখ

Related Articles

Back to top button

Adblock Detected

If you enjoy our content, please support our site by disabling your ad blocker. we depend on ad revenue to keep creating quality content for you to enjoy free. Disable your ad blocker then reload the site