News

ইদের জন্য আগামী শনিবার লকডাউন হবে না,৯ দিন লকডাউন অগাস্টে

আগামী শনিবার নয় সম্পূর্ণ লকডাউন, ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইদের জন্য আগামী শনিবার লকডাউন হবে না। আগামীকাল অর্থাৎ বুধবার ২৯ জুলাই পালিত হবে সম্পূর্ণ লকডাউন। তারপর ২ ও ৩ আগস্ট রবিবার ও সোমবার সম্পূর্ণ লকডাউন। আবার তারপরের সপ্তাহের শনি ও রবিবার সম্পূর্ণ লকডাউন নবান্নে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা ভাইরাস সংক্রমণের উর্দ্ধগতির প্রেক্ষিতে রাজ্য সরকার রাজ্যে সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছিল। চলতি সপ্তাহে আগামীকাল বুধবার লকডাউন।আগের সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার পালিত হয়েছিল সম্পূর্ণ লকডাউন। মুখ্যমন্ত্রী  মঙ্গলবার জানিয়েছেন, এই সপ্তাহের শনিবার ইদের জন্য সম্পূর্ণ লকডাউন হবে না।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউন ৩১ অগাস্ট পর্যন্ত।’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৩১ জুলাই থেকে রাজ্যে নতুন পদ্ধতিতে চালু হচ্ছে লকডাউন, ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘২ অগাস্ট রবিবার, ৫ অগাস্ট বুধবার, ৮ অগাস্ট শনিবার, ৯ অগাস্ট রবিবার সম্পূর্ণ লকডাউন। তারপর, ১৬ অগাস্ট রবিবার, ১৭ অগাস্ট সোমবার সম্পূর্ণ লকডাউন পালিত হবে। তারপর লকডাউন হবে ২৩ অগাস্ট রবিবার ও ২৪ অগাস্ট সোমবার। তারপর আবার রাজ্যে ৩১ অগাস্ট সোমবার সম্পূর্ণ লকডাউন ।’ তবে সম্পূর্ণ লকডাউনে চলবে না ট্রেন ও বিমান। অর্থাৎ ৯ দিন লকডাউন অগাস্টে।

তবে গণেশ চতুর্থীর দিন প্রথমে লকডাউনের তালিকায় লিপিবদ্ধ ছিল, পরে সেইদিনই বাদ পড়ে লকডাউনের তালিকা থেকে।

Related Articles

Back to top button

Adblock Detected

If you enjoy our content, please support our site by disabling your ad blocker. we depend on ad revenue to keep creating quality content for you to enjoy free. Disable your ad blocker then reload the site