পিক্সেল 4 ও 4 xl বন্ধ করে দিল গুগল, প্রকাশের ১৮ মাস পরে
গুগোল পিক্সেল 4 এ প্রকাশের পরে গুগোল পিক্সেল 4 এবং 4 xl বিক্রি বন্ধ করে দিতে চলেছে টেক জাইন্ট গুগল। পিক্সএল মডেলটির আঠারো মাসে মোট দুটি বিভাগে বিক্রয় করা হয়েছে।
গুগোল পূর্বেই সম্প্রচার করেছে পিক্সএল 5 এর কথা। এবং পূর্বের দুটি ডিভাইস ফাইভ জি সাপোর্ট করে সাথে পিক্সেল 4 এ 5g ।
প্রতিষ্ঠানের পুর্বেই একটি স্টেটমেন্ট দিয়ে বলেছে, গুগল স্টোর পূর্বেই পিক্সএল 4 এবং 4xl এর সমস্ত স্টক বিক্রয় করতে পেরেছে। এখনো অনেক ব্যক্তি পিক্সএল 4 এবং পিক্সেল 4xl কিনতে ইচ্ছুক তারা প্রতিষ্ঠান পার্টনার স্টোর থেকে কিনতে পারবেন, যতক্ষণ তাদের কাছে স্টক আছে এবং এটিই তাদের শেষ স্টক।সমস্ত পিক্সেল ফোর ডিভাইসে সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট আসবে কম করে তিন বছর। এবং গুগোল স্টরে প্রথমদিনের বিক্রয়ের পরবর্তী তিন বছর হিসেবে গণ্য করা হবে।
পিক্সএল ওর 4 একটি অতুলনীয় ডিভাইস এরমধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল ডিভাইসটির ক্যামেরা। কিন্তু ডিভাইসের ব্যাটারির ক্ষমতা খুবই কম এবং এটিকে মনে রেখেই পিক্সএল 4 এ লঞ্চ করেছে গুগল। প্রতিষ্ঠান একটি নতুন চিন্তাধারায় কাজ করছে তবে অন্যান্য প্রতিষ্ঠান অফার এর কাছে পিক্সেল কে কতটা নতুনত্ব দিতে পারবে গুগল তা ভাবার বিষয়।