আনলক তিনে কি খুলবে স্কুল-কলেজ, মেট্রো? ৬৮ দিনের লকডাউন, মাস দুইয়েকের আনলক তবুও দেশে সংক্রমণ কমেনি। উল্টে নিজের সিংহাসনে ক্রমশই যাকিয়ে বসছে মারণ ভাইরাস করোনা। সাথে দিনের শেষে আক্রান্ত সংখা প্রায় ৫০ হাজার ছুইছুই। এর মাঝে সাপ্তাহিক লকডাউনের পথে রাজ্য, এবার দেশও কি আবার এই লকডাউনের পথেই হাটবে? নাকি যেমন অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে তা চলতে দেবে? বর্তমানে এটা লাখ টাকার প্রশ্ন।
সূত্রের খবর, দেশ মারণ ভাইরাসের রাজোত্ব বাড়লেও নতুন করে কঠোর লকডাউনের পথে হাটার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। আগামী সপ্তাহে আনলক তিন শুরু। অর্থাৎ অর্থনীতির চাকা ঘোরাতে যে ব্যবস্থা করা হয়ে ছিল, সেই প্রক্রিয়াকে আর উন্নত করা হবে। তবে রাজ্য চাইলে কঠোর লকডাউন চালিয়ে যেতে পারে নিজেদের মতো করে।
প্রশ্ন এখন, আনলক তিনের মানচিত্র কী হবে? মেট্রো, ট্রেন কি চলবে? স্কুল-কলেজ, সিনেমা খুলবে?
কেন্দ্রের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আনলক তিন আনলক প্রায় দুইএর মতই একই থাকবে। এই পর্যায়ে মেট্রো, লোকাল ট্রেন না চলার সম্ভাবনাই বেশি।
অন্যদিকে, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানায়, অভিভাবকরা চাইছেন না এখনই স্কুল খুলুক তাই স্কুল-কলেজ খোলার সম্ভাবনাও নেই। সাথে বন্ধ থাকবে জিম, সুইমিং, রাজনৈতিক জমায়েত। গণপরিবহণ যেমন চলছে, সেভাবেই চলবে তবে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক সামাজিক দূরত্ব মেনে সিনেমা হল এবং থিয়েটার খোলার পরামর্শ দিয়েছে। সেই প্রস্তাবে আলোচনা চলছে। সূত্রের খবর, আনলক তিনের মানচিত্র একপ্রকার চূড়ান্ত। প্রধানমন্ত্রীর দপ্তরের ছাড়পত্র পেলেই তা ঘোষণা করা হবে।